১. বাচ্চার হজমে সমস্যা রয়েছে? খাওয়ার পর রোজ একটা লবঙ্গ খেতে দিন। লবঙ্গ দাঁতের ব্যথা কমাতেও সাহায্য করে। খালি পেটে রোজ তুলসি পাতা খাওয়ালেও একই ফল পাবেন।
২. কিছুতেই বাচ্চার শুকনো কাশি কমছে না? দুধে তিন চারটি খেজুর ফেলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ওই দুধ রোজ খাওয়ান। ম্যাজিকের মতো কাশি কমবে।
৩. প্রায়ই বাচ্চার পেট কষে যায়? রোজ সকালে খালি পেটে এককাপ সিদ্ধ বিট খাওয়ান। ঠিকঠাক পটি হবে। শরীরে রক্তের পরিমানও বাড়বে।
৪. বুকে সর্দি বসে গেছে? ছোট একশিশি মধুতে অল্প পেঁয়াজকুচি মেশান। ছিপি আটকে শিশিটিকে মিনিট দুয়েক ফুটন্ত গরমজলে রেখে দিন। তারপর ছেকে নিন। রোজ খালি পেটে একচামচ করে বাচ্চাকে দিন। সর্দি,কাশি,গলাব্যথা,কিচ্ছুটি থাকবে না।
৫. রক্তাল্পতা কমাতে চান? রোজ সকালে খালি পেটে গরম দুধে খেজুর আর সামান্য ঘি মিশিয়ে খেতে দিন। বাচ্চা চাঙা হয়ে উঠবে।
একটি মন্তব্য পোস্ট করুন