0

                    



আইডিয়া তার সমস্ত গ্রাহকের জন্য নিয়ে এসেছে 1 lakh টাকার ফ্রী জীবন বীমা প্ল্যান। এর ফলে আইডিয়ার গ্রাহকরা তাদের জীবন বীমা করতে পারেন সাথে নিজের পরিবারের কাউকে নমিনি রাখতে পারেন।যাতে আপনার দূর্ঘটনা জনিত মৃত্যুর পরে আপনার পরিবার 1 lakh টাকা পাবে ।

আপনি কিভাবে আইডিয়ায় জীবন বীমা করবেন তার নিয়ম নীতি নিচে আপলোড করলাম।

 

1। সকল নতুন গ্রাহককে ১৮-৭০ বছর বয়সের মধ্যে হতে হবে ।

2। কেবলমাত্র গ্রাহকের রক্তের সম্পর্কের ব্যক্তি বা তার স্ত্রী/স্বামী নমিনি হতে পারেন। 

3। গ্রাহককে নিজের হাতে লিখে হলুদ রঙের CAF পূরণ করতে হবে। 

4। নমিনির নাম, বয়স এবং সম্পর্ক গ্রাহককে সঠিকভাবে পূরন করতে হবে।



5। নমিনির বিষয়ে কোন তথ্য ভূল থাকলে সম্পূর্ণ দায়িত্ব গ্রাহকের হবে।

6। টেলিভেরিফিকেশন সফল হওয়ার পর, Rs.92 প্রথম রিচার্জ করলে, পরবর্তী মাসের    প্রথম দিন থেকে এই পলিসিটির আওতায় আসবেন ।

7। বীমা কভারেজ 1 লক্ষ টাকা, 1 বছর (12 মাস)-এর জন্য ।

8। এই বীমার সুবিধা কেবলমাত্র দুর্ঘটনায় মৃত্যু হলে পাবেন। 

9। FR92 কেবলমাত্র বীমা SUK-এর ক্ষেত্রে প্রযোজ্য এবং তদ্বিপরীত।

10। গ্রাহককে ন্যূনতমভাবে প্রতি মাসে 20 টাকার রিচার্জ করাতে হবে পলিসির সময়কালে ।

 

বিশদে নিয়ম ও শর্তাবলী জানতে ওয়েবসইট দেখুন www.ideacellular.com

Download

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top