১. পরিমান মত প্রথম (নতুন অবস্থায় ) চার্জ না দেওয়া মোবাইল ব্যবহার করা।
২. ব্যাটারীর চার্জ শেষ না করে বার বার চার্জে লাগানো।
৩.মোবাইল চার্জে লাগিয়ে কথা বলা বা গান শোনা বা গেম খেলা।
৪. বাজে বা বাজারের ডুপ্লিকেট চার্জার যেটা পরিমান মত ভোল্ট দিতে সক্ষম নয় এমন চার্জার ব্যবহার করা।
৫. ব্যাটারী মোবাইল থেকে বার বার খুলা বা লাগানো।
৬. লো ব্যাটারী দেখানোর পরে মোবাইল বার বার অন করার চেষ্টা করা।
৭. মোবাইলে জল বা জল জাতীয় কোন কিছু প্রবেশ করলে তা ভালোবাবে না সুখিয়ে বা সার্ভিসিং না করে মোবাইল অন করা।
৮.অটো চার্জ দিয়ে মোবাইল চালানো।
৯. মোবাইল শট হয়ে গেলেও তা মেরামত না করে ব্যবহার করা।
১০. রোজ রাতে ঘুমোনোর সময় মোবাইলটি চার্জে লাগিয়ে ঘুমোনো এবং সকালে সেটা ওফ করা।
একটি মন্তব্য পোস্ট করুন