0
হাতে এসে পৌঁছনোর অপেক্ষা কেন, অনলাইনে ডাউনলোড করুন আপনার ই-আধার কার্ড।
আধার কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু আধার কার্ড হাতে পাননি।  কবে সেই কার্ড আপনার বাড়ি এসে পৌঁছবে সেই অপেক্ষায় বসে আছেন , সেই অপেক্ষায় না থেকে এবার আপনি নিজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার ই-আধার কার্ড।

ই-আধার কার্ড ডাউনলোডের জন্য যা যা প্রয়োজন

১. এনরোলমেন্ট আইডি / আধার নম্বর
২. অ্যাকনলেজমেন্ট স্লিপ বা স্বীকৃতি স্লিপে অনুযায়ী আপনার পুরো নাম
৩. পিনকোড
৪. তালিকাভুক্ত মোবাইল নম্বর।

কী করে ই-আধার কার্ড ডাউনলোড করবেন?

প্রথম ধাপ
https:/eaadhaar.uidai.gov.in/ওয়েবসাইটে ঢুকতে হবে। ১৪ অঙ্কের আধার কার্ড এনরোলমেন্ট নম্বর এবং ১৪ অঙ্কের তারিখ ও সময় যা আপনার স্বীকৃতি স্লিপে দেওয়া আছে তা নির্দিষ্ট স্থানে বসাতে হবে।
এছাড়া স্বীকৃতি স্লিপে দেওয়া আপনার নাম, পিনকোড, আপনার নম্বর এবং ক্যাপচা কোড (যা লেখা আছে তা দেখে দেখে লিখতে হবে নিচের বাক্সে) ঠিক ঠাক মতো দিয়ে 'Get One time Password' বোতামটি টিপুন।

দ্বিতীয় ধাপ
আপনার দেওয়া তথ্য সঠিক হলে আপনার তালিকাভুক্ত ফোন নম্বরে এসএমএস-এর মাধ্যমে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এই এটিপি নিচের 'Enter OTP'বাক্সে ভরুন। এবার 'Validate and Download' বোতামটি টিপুন।

তৃতীয় ধাপ
এবার আপনি ডাউনলোড করতে পারবেন। একটি পিডিএফ ফাইল খুলবে কম্পিউটার স্ক্রিনে। যেখানে আপনি আপনার আধার কার্ড বা আধার লেটার পেতে পারেন, যা আপনি আপনার প্রাথমিক তথা মৌলিক আধার- কার্ডের জায়গায় ব্যবহার করতে পারেন।

এই ই আধার কার্ড-এর প্রিন্ট আউট বের করে আপনার পরিচয়পত্রের প্রমাণ হিসাবে অনায়াসে ব্যবহার করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top