0

১. অনেক বাচ্চাই ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগে ভোগে।  নিয়মিত নিমফুল ভাজা খেলে দৃষ্টিশক্তি অনেকটাই বাড়বে।

২. কিছুতেই বাচ্চার কৃমি কমছে না। রোজ ৩-৪ গ্রাম নিম গাছের ছাল চূর্ণের সঙ্গে সৈন্ধব লবণ মিশিয়ে খালিপেটে বাচ্চাকে খাওয়ান।  কৃমির সমস্যা মিটবে।
৩. বাচ্চার লিভার কমজোরি?  নিয়ম করে খালি পেটে মধুদিয়ে নিমপাতার রস খাওয়ান। আপনার বাচ্চা কোনদিন জন্ডিসে ভূগবে না।

৪. বাচ্চার চোখে ঠান্ডা লেগে বাচ্চার চোখ ফুলে যায়। নিমপাতা,  শুকনো আদা আর সৈন্ধব লবণ একসঙ্গে পিষে পরিষ্কার কাপড়ে বেধেঁ নিন।  ওই পুঁটুলি অল্প গরম করে চোখে সেক দিন। ব্যথা, ফোলা দুটোই কমবে।

৫. বাসে বা গাড়িতে চড়লেই কি বাচ্চা বমি করে?  রাস্তায় বেরোনোর আগে আধাকাপ দুধে ৫-৬ ফোটা নিমপাতার রস মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন। আর বমি করবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top