SBI USSD (*99#) Banking Activate যেমন ব্যালেন্স চেক, টাকা পাঠানো,বিল পেমেন্ট,মোবাইল রিচার্য, ইত্যাদি করুন, সাধারণ মোবাইল এ ব্যাঙ্কিং করুন। (No Internet, No ঝামেলা)
এর জন্য আপনাকে যা যা করতে হবে, ১। প্রথমে মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক খাতায় রেজিস্টার করাতে হবে বা লিঙ্ক করাতে হবে। তার জন্য ব্যাঙ্কে যেতে হবে। আর যদি রেজিস্টার করা থাকে তাহলে যেতে হবে না।
২। SMS পাঠানোর জন্য এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বরে কমপক্ষে ৩ টাকা ব্যলান্স হিসেবে রাখুন।
৩। এবার Write Text Message এ যান আর বড় হাতের টাইপ করুন, MBSREG<space>Account no (উদাঃ MBSREG 30867588312) আর পাঠিয়ে দিন 9223440000 নম্বরে। আপনার মেইন ব্যালান্স থেকে ১.৫০ টাকা SMS চার্জ কাটবে।
একটি মন্তব্য পোস্ট করুন