Write a letter to a headmaster seeking admission of a child.(স্কুলের হেডমাস্টারের নিকট ছেলের ভর্তির জন্য চিঠি)
To,
The Headmaster, Date:
Vivekananda Vidyapith
Sub: Application for Admission.
Dear Sir,
We are applying to your school because of its outstanding reputation. I with my family live in a nearby locality. I intend to have my son aged six years admitted into your school in class I in the beginning of the coming session. My wife who Is a teacher has taken particular care of his studies from his infancy and I think he is upto the standard.
I Shall be highly Obliged if you kindly inform me by post of the details regarding the admission and give my child a chance to appear in the admission Test.
Thanking you,
(Address of the writer) Yours faithfully, Amaresh Das,
*******************
স্কুলের হেডমাস্টারের নিকট ছেলের ভর্তির জন্য চিঠি
স্কুলকর্তৃপক্ষের ঠিকানা নিজের ঠিকানা
Date:
বিষয় : স্কুলে ভর্তির জন্য আবেদন।
প্রিয় মহাশয়,
আপনাদের বিদ্যালয়ের অসাধারন সূনামের জন্য আপনার নিকট এই আবেদন করছি। আমি আমার পরিবারবর্গসহ নিকটবর্তী এলাকায় বাস করি I আগামী শিক্ষাবর্ষের প্রারম্ভে আপনাদের বিদ্যালয়ে আমার ছয় বৎসরের পুত্রকে প্রথম শ্রেণীতে ভর্তি করতে চাই৷ অামার স্ত্রী একজন শিক্ষিকা এবং তিনি আমার পুত্রের শৈশব থেকেই পড়াশুনার প্রতি বিশেষ যত্ন নিয়েছেন I আমি মনে করি যে উক্ত শ্রেণীতে পড়ার উপযুক্ত।
যদি আপনি অনুগ্রহ করে ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য ও নিয়মাবলী সম্পর্কে আমাকে জানান এবং অামার পুত্রকে ভর্তির পরীক্ষা দিতে সুযোগ দেন তাহলে বিশেষ বাধিত হব I
ধন্যবাদান্তে ,
অাবেদনকারীর ঠিকানা আপনার বিশ্বস্ত
তারিখ : অমরেশ দাস
একটি মন্তব্য পোস্ট করুন