Write a letter to the Landlord asking for repairs in one's house.(বাড়ি মেরামতের জন্য বাড়িওয়ালার কাছে চিঠি)
To,
Sri B. Sengupta, Date:
Bidhan Nagar,Kolkata
700001
Sub : Asking for repairs in one's house.
Dear Sir,
I am compelled by the circumstances to draw your immediate attention to the house which had been let out to me for the last two years.
At present the house is in a very bad condition. It has not been white washed since I occupied it. The roof of both the rooms leak in the rainy season. The floors of the house are full of pits. The wooden gate also needs repairs.
I need not point out that l have been paying you rent in time every month. I wrote to you a letter in July last, but no reply was received. I hope you will look to my difficulties and get the needful done at your earliest convenience. In case you cannot carry out the repair, kindly let me know. I shall get the necessary work done and deduct the amount from the rent I am . giving you.
Thanking you. Sincerely yours,
Manab Saha.
*************
বাড়ি মেরামতের জন্য বাড়িওয়ালার কাছে চিঠি
বাড়িওয়ালার ঠিকানা পত্রলেখকের ঠিকানা
তারিখ:
বিষয়: বাড়ি মেরামতের জন্য আবেদন।
প্রিয় মহাশয়,
গত দুই বছর ধরে আপনার যে বাড়িটিতে আমি ভাড়া আছি সেই বাড়িটির প্রতি আপনার দ্রুত দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছি ৷
বর্তমানে বাড়িটির অবস্থা খুবই খারাপ। আমি এ বাড়িতে আসার পর থেকে বাড়িটিতে রং করা হয়নি ৷ বাড়ির দুটি ঘরের ছাদ ফুটো হওয়ার জন্য বর্ষাকালে জল পড়ে ৷ ঘরদুটির মেঝেতে গর্ত হয়ে গেছে ৷ ঘরগুলির কাঠের কপটগুলিও মেরামৎ প্রয়োজন ৷
অবশ্য আপনাকে নতুন করে জানাবার প্রয়োজন নেই যে, আমি প্রতিমাসের ভাড়া আপনাকে যথা সময়ে দিই ৷ গত জুলই মাসে আমি এ বিষয়ে একখানি চিঠি দিয়েছি। কিস্তু কোন উত্তর পাইনি ৷ আশা করি, আপনি অামার সঙ্কটের প্ৰতি দৃষ্টি দান করে যথাশীঘ্র প্ৰয়ােজনীয় ব্যবস্থা অবলম্বন করবেন। যদি আপনি মেরামৎকার্য করতে না পারেন তাহলে আমাকে তা জানাবেন। আমি উক্ত মেরামৎকার্য সম্পন্ন করে আপনাকে দেয় ভাড়ার টাকা হতে তা কেটে নেব।
ধন্যবাদান্তে, একান্তভাবে আপনার
মানব সাহা
*************
একটি মন্তব্য পোস্ট করুন