0
ভোডাফোন গ্রাহকদের জন্য একটি সুখবর। আপনি যদি ভোডাফোন এর গ্রাহক হন এবং আপনার কাছে যদি এন্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনি ১০০ এমবি 3G অথবা 2G ইন্টারনেট ডেটা ফ্রিতে পাবেন।
ফ্রিতে ১০০ এমবি ইন্টারনেট ডেটার জন্য আপনাকে শুধুমাএ My Vodafone অ্যাপ ইন্সটল করতে হবে, my vodafone অ্যাপ থেকে আপনি ভোডাফোন অ্যাকাউন্ট, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, বোনাস কার্ড এবং মেন ব্যালেন্স চেক করতে পারবেন। my vodafone অ্যাপ থেকে সিম কোন নামে আছে সেটাও জানতে পারবেন।
Click here to DOWNLOAD My Vodafone app
My Vodafone অ্যাপ এর বৈশিষ্ট্য
# মেন ব্যালেন্স এবং ইন্টারনেট ডেটা চেক করতে পারবেন।
# রিচার্জ করতে পারবেন।
# রোমিং প্যাকের এর সমন্ধে জানতে পারবেন।

My Vodafone অ্যাপ থেকে ১০০ এমবি ফ্রি ইন্টারনেট ডেটা কিভাবে পাবেন স্টেপ বাই স্টেপ জানুন
১. My Vodafone অ্যাপকে এন্ড্রয়েড ফোনে ইন্সটল করুন।

২. ইন্সটল করার পর My Vodafone অ্যাপ ওপেন করুন।

৩. আপনার ভোডাফোন এর নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্টার করুন।

৪.এখন আপনার নাম্বারে একটি OTP পাসওয়ার্ড যাবে।

৫. OTP পাসওয়ার্ড ভেরিফাই করার পর আপনার ভোডাফোন নাম্বারে ফ্রি ১০০ এমবি ইন্টারনেট ডেটা রিচার্জ হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top