মোবাইল হারানোর সমস্যা রয়েছে দীর্ঘদিনের।
রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে।
আর আপনার প্রিয় মোবাইলটি যদি এভাবে চুরি যায় তাহলে আপনি কি করবেন।
আমরা আগেও দেখেছি অনেক ধরনের এ্যাপস্ রয়েছে।
তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির।
অনলাইনে এই ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে।
তবে এটি কতখানি কার্যকরি তা আমরাও জানিনা।
আজ আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন।
এবার আসুন বিষয়টি দেখে নেওয়া যাক।
প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে নীচের লিংকে ক্লিক করুন
Apps Download Link
এখন ইনস্টল করুন।
এই এ্যাপসটি ইনস্টল করলে নীচের ছবির মতো দেখা যাবে।
এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন।
তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।
এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।
এবার নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এ ক্লিক করুন।
প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন।
তারপর Save বাটন চাপুন।
এখন পূনরায় Deactive এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন।
(ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন)
এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।
এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে।
এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার।
এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন।
এভাবে চোর ধরা যেতে পারে।
রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে।
আর আপনার প্রিয় মোবাইলটি যদি এভাবে চুরি যায় তাহলে আপনি কি করবেন।
আমরা আগেও দেখেছি অনেক ধরনের এ্যাপস্ রয়েছে।
তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির।
অনলাইনে এই ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে।
তবে এটি কতখানি কার্যকরি তা আমরাও জানিনা।
আজ আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন।
এবার আসুন বিষয়টি দেখে নেওয়া যাক।
প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে নীচের লিংকে ক্লিক করুন
Apps Download Link
এখন ইনস্টল করুন।
এই এ্যাপসটি ইনস্টল করলে নীচের ছবির মতো দেখা যাবে।
এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন।
তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।
এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।
এবার নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এ ক্লিক করুন।
প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন।
তারপর Save বাটন চাপুন।
এখন পূনরায় Deactive এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন।
(ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন)
এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।
এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে।
এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার।
এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন।
এভাবে চোর ধরা যেতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন