0
                   হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিদের জন্য সুখবর । এবার ডেস্কটপের জন্য অ্যাপ তৈরী করল হোয়াটসঅ্যাপ।এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরা তাদের ডেস্কটপ থেকেও হোয়াটসঅ্যাপ থাকতে পারবে।

                  যদিও এক বছর আগে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে তা করতে হতো ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব পেইজে ঢুকে। পৃথক কোনো অ্যাপ ছিল না।

             হোয়াটসঅ্যাপ-এর নতুন ডেস্কটপ অ্যাপে গ্রাহকরা মেসেজিং, ফোনকলসহ হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেবা পাবেন।এছাড়া ডেস্কটপ নোটিফিকেশন, কি-বোর্ড শর্টকাট এর মতো অন্যান্য সুবিধাও পাওয়া যাবে এতে।মোবাইল ডিভাইসের হোয়াটসঅ্যাপের সঙ্গে ডেস্কটপের এই সংস্করণের সিনক্রোনাইজ করার সুযোগ থাকবে।

                    অ্যাপস ডাউনলোড করতে ডেস্কটপ ব্রাউজারে ভিজিট করতে হবে ।

>>>>Click Here to download Mac OS X 10.9 and higher
 
>>>>Click Here to download Windows 8 and higher (64-bit version)
 
>>>>Click Here to download Windows 8 and higher (32-bit version)

                     হোয়াটসঅ্যাপের নতুন ডেস্কটপ সংস্করণটি উইন্ডোজ ৮ ও ম্যাক ওএস ১০.৯ সংস্করণের ওপরের ওপরেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top