4G ফোনের চাহিদা দিন দিন বাড়ছে। তাই অনেকেই এখন নিজেদের কাছে থাকা 3G ফোন বিক্রি করতে শুরু করেছেন। কিন্তু হাতে থাকা 3G ফোনটিকে বিক্রি করার কোন দরকারই নেই। কারণ চোখের পলকেই 3G ফোনকে সহজেই 4G ফোন বানিয়ে দেওয়া যাবে। এর জন্য শুধু রাখতে হবে নেট কানেকশন এবং নামাতে হবে একটি অ্যাপস।
জেনে নিন কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
গুগল প্লে স্টোর থেকে MTK ENGINEERING MODE নামের APP-টি ডাউনলোড করুন, তারপর অ্যাপটির মেনুতে গিয়ে অ্যাডভান্সড সেট অ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের ‘mobile specific code’। এটি আপনার হেডসেট নির্মাণকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন।
নেটওয়ার্ক মোডে গিয়ে ‘4G LTE, WCDMA and GSM’ অপশন সিলক্ট করুন এবং সেভ করুন। মোবাইলটি একবার রিস্টার্ট করুন। তারপর আপনার 3G ফোন দেবে 4G নেট এর মজা!
একটি মন্তব্য পোস্ট করুন