ঘরের জন্য বা বাইরে বেড়াতে যাওয়ার সময় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বা ফার্স্ব এইড কিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি বাজারে কিনতেও পাওয়া যায়। আপনি নিজেও তৈরি করতে পারেন। ভালোভাবে ঢেকে রাখা যায় এমন কোনো প্লাস্টিক কনটেইনার ব্যবহার করা যেতে পারে এই কাজে। আইসক্রিমের পরিত্যক্ত প্লাস্টিক বক্স এ ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সুবিধামতো অন্য যে কোনো বক্সও ব্যবহার করতে পারেন।
ফার্স্ট এইড বক্সে যা থাকবে
* ড্রেসিং এবং ব্যান্ডেজ
* ২০-২৫টি অ্যাডহেসিভ ব্যান্ডেজ (বিভিন্ন সাইজের), যা ব্যান্ড এইড নামে পরিচিত।
* পাঁচটি স্টেরাইল (জীবাণুমুক্ত) গজ প্যাড
* ড্রেসিং এবং ব্যান্ডেজ
* ২০-২৫টি অ্যাডহেসিভ ব্যান্ডেজ (বিভিন্ন সাইজের), যা ব্যান্ড এইড নামে পরিচিত।
* পাঁচটি স্টেরাইল (জীবাণুমুক্ত) গজ প্যাড
* গজ রোল তুলা
* মাইক্রোপোর, রোল লিউকোপ্লাস্ট (ব্যান্ডেজ আঠা লাগানোর জন্য)
* ইলাস্টিক ব্যান্ডেজ (স্ক্রেপ ব্যান্ডেজ)_হাঁটু, কনুই বা গোড়ালির আঘাতের ক্ষেত্রে পেঁচিয়ে এই ব্যান্ডেজ দিতে হয়।
* দুটি ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ_আর্ম সিলিং তৈরির জন্য।
* মাইক্রোপোর, রোল লিউকোপ্লাস্ট (ব্যান্ডেজ আঠা লাগানোর জন্য)
* ইলাস্টিক ব্যান্ডেজ (স্ক্রেপ ব্যান্ডেজ)_হাঁটু, কনুই বা গোড়ালির আঘাতের ক্ষেত্রে পেঁচিয়ে এই ব্যান্ডেজ দিতে হয়।
* দুটি ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ_আর্ম সিলিং তৈরির জন্য।
আরো যা থাকবে
* ২ জোড়া গ্লাভস
* ৫টি সেফটিপিন
* ছোট কাঁচি
* টুইজার বা চিমটা
* একটি থার্মোমিটার
* পকেট মাস্ক (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার জন্য)
* ২ জোড়া গ্লাভস
* ৫টি সেফটিপিন
* ছোট কাঁচি
* টুইজার বা চিমটা
* একটি থার্মোমিটার
* পকেট মাস্ক (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার জন্য)
3. কুকুর কামড়ালে
4. বিষাক্ত কিছু খেয়ে ফেললে
5.কেটে গেলে
6.মাথায় আঘাত পেলে
11. দাড়ি কাটতে গিয়ে রক্তপাত
12. বিষাক্ত পোকার কামড়ালে
13. ভাঙলে বা মচকালে
14.মাথায় আঘাত পেলে
একটি মন্তব্য পোস্ট করুন