0
ভারতের বৃহত্তম গুরুত্বপূর্ন নগর ও তাদের বৈশিষ্ট্য  ।      




মহানগর
অবস্থান
রাজ্য
রাজধানী  
শিল্প,বাণিজ্য
বিশেষ বৈশিষ্ট্য
দর্শনীয় স্থান
মুম্বাই (বৃহত্তম মহানগর
আরব সাগরেরর তীরে  
মহারাষ্ট্র 
    মহারাষ্ট্রের রাজধানী  
বস্ত্রবয়ন,ইঞ্জিনিয়রিং, জাহাজ নির্মান,মোটর গাড়ি নির্মান, চলচিত্র শিল্প, রাসায়নিক শিল্প, খনিজতেল শোধনাগার, পারমানবিক শক্তি গবেষণা কেন্দ্র,আনবিক শক্তি উৎপাদন কেন্দ্র,   
ভারতে প্রবেশদ্বার, ভারতের মূলধনের রাজধানী
মেরিন ড্রাইভ, গেটওয়ে অব ইন্ডিয়া, জুহু বীচ, তারাপোরিভালা মৎস্য- ধারঝুলন্ত উদ্যানএলি-ফ্যান্টা গুহাচিত্র ইত্যাদি
কলকাতা(দ্বিতীয় বৃহত্তম মহানগর
হুগলি নদীর তীরে  
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের রাজধানী  
পাট, কাগজ,রাসায়নিক,বস্ত্র,চামড়া,বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মান,ফলতা মুক্তা বানিজ্য অঞ্চল 
ভারতের প্রাক্তন রাজধানী  
বিড়লা  প্লানেটেরিয়াম, ফোর্ট উইলিয়াম, যাদুঘর, চিড়িয়াখানা, মেট্রোরেল, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি।
দিল্লী( তৃতীয় বৃহত্তম মহানগর)
যমুনা নদী তীরে 
কেন্দ্রশাসিত অঞ্চল  
ভারতের রাজধানী  
বস্ত্র,ইঞ্জিনিয়রিং,রাসায়নিক, হোসিয়ারি,চামড়া,বৈদ্যুতিক ওখলা শিল্পাঞ্চল    
নতুন দিল্লী পরিকল্পিত শহর 
লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন,কুতুব মিনার, জুম্বা মসজিদ, সংসদ ভবন
চেন্নাই (চতুর্থ বৃহত্তম মহানগর)  
করমন্ডল উপকূলে বঙ্গোপসাগরের তীরে      
তামিলনাড়ু  
  তামিলনাড়ুর রাজধানী     
কার্পাস বস্ত্র, চিনি, ইঞ্জিনিয়রিং দ্রব্য, রবারের তৈরী টিউব টায়ার, নারকেল শাস ছোবড়ার শিল্প,,খনিজতেল শোধন 
সবুজ নগর     
মেরিন বিচ, মিনাবক্কম বিমান বন্দর, চিদম্বরম স্টেডিয়াম, লেদার  রিসার্চ কেন্দ্র
বেঙ্গালুরু(পঞ্চম বৃহত্তম মহানগর
কর্নাটক মালভূমিরর ময়দান অঞ্চলে
কর্নাটক
কর্নাটক রাজধানী  
হিন্দুস্থান এ্যারোনটিক্স, H.M.T, ভারত ইলেকট্রনিক্স, ইন্ডিয়ান টেলিফোন, রেশম কার্পাস, চন্দন কাঠের দ্রব্য     
পরিকল্পিত শহর,ভারতের বিজ্ঞান নগরী      
এস, চিন্নাস্বামী স্টেডিয়াম, টিপু সুলতানেরর প্যালেস

হায়দ্রাবাদ ষষ্ঠ বৃহত্তম মহানগর)  
মুনিনদীর ডান তীরে 
অন্ধ্ৰপ্ৰদেশ
অন্ধপ্রদেশের রাজধানী   
বস্ত্র, সিগারেট, বিভিন্ন কুটীর, শিল্প, বৈদ্যুতিক তার, জেট বিমান তৈরি,পরমাণু ইন্ধন
City of lakes, ভুতপৃর্ব নিজামের রাজধানী, রকেট মিসাইল তৈরি 
চারমিনার, সালার জং মিউজিয়াম, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্রভৃতি

আহমদাবাদ (সপ্তম বৃহত্তম মহানগর)
সবরমতী নদীর তীরে      
গুজরাট   

ইঞ্জিনিয়ারিং, পশম, কোন, বস্তু,চিনি, রাসায়নিক দ্রব্য কাগজ, সার, দেশলাই, রঙ, সিমেন্ট,অ্যালুমিনিয়াম          
ভারতের ম্যাঞ্চেস্টার, রাজ্যের প্রাক্তন রাজধানী  
সবরমতী আশ্রম,রাজভবন, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়ি, কম্পমান স্তম্ভ প্রভৃতি
পুনে (অষ্টম বৃহত্তম মহানগর)
মূলা মুথা নদীর সঙ্গমস্থল
মহারাস্ট্র  

কর্পোস, বস্ত্র, কাগজ, কাচ, চিনি ইঞ্জিনিয়ারিং দ্রব্যঅ্যান্টিবায়টিক ওষুধ,গোলাবারুদ  
ভূতপর্ব পেশোয়ার রাজধানী  
শম্ভুজী পার্ক, ডেকন জিম খানা, শিবাজীর দূর্গ, সামরিক শিক্ষা কেন্দ্র, চলচিত্র শিক্ষা কেন্দ্র প্রভৃতি
সুরাট( নবম বৃহত্তম মহানগর)
তাপ্তী নদীর মোহনায়     
গুজরাট  

কার্পস রেশম বয়ন, রাসায়নিক, গহনা, কাগজ, জরি বুটিদার রেশমি কাপড়, সারলবন। 
মূঘল আমলের মক্কার দ্বার 
বুলসার ন্যাশনাল পার্ক, ডাচ গার্ডেন, বরদৌলি
কানপুর ( দশম বৃহত্তম মহানগর)
গঙ্গার দক্ষিণ তীরে  
উত্তর প্রদেশ 

রেয়ন কার্পাস বস্ত্র, চিনি, ময়দা, পাটজাত দ্রব্য, পশমজাত দ্রব্য, চামরা, ভেসপা স্কুটার।    

IIT শিক্ষা কেন্দ্র
জয়পুর ( ১১ তম বৃহত্তম মহানগর)
আরাবল্লী পর্বতের প্রান্তে   
রাজস্থান
রাজস্থানের রাজধানী 
পশম, বয়ন, মাটি, তাঁত, পিতল
গোলাপী শহর বলা হয়   
হাওয়া মহল, অম্বর, দুর্গ, রাজপ্রাসাদ,মানমন্দির প্রভৃতি
লখনৌ ( ১২ তম বৃহত্তম মহানগর)
গোমতীর দক্ষিণ তীরে
উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের রাজধানী 
কাগজ, সুরাসার, কৃষি, যন্ত্রপাতি, সুক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণ, ওষুধ, রাসায়নিক, চিকেনের কাজ।  
 হিন্দু ইসলাম সংস্কৃতির পীঠস্থান 
নবাবের প্রাসাদ, ইমামবাড়াচিড়িয়াখানা, মিউজিয়াম, ড্রাগরিসার্চ কেন্দ্র।
নাগপুর ( ১৩ তম বৃহত্তম মহানগর)
ওয়নগঙ্গা পূর্ণা নদী উপত্যকা  
মহারাস্ট্র 

কার্পাস বয়ন, কাচ, রাসায়নিক শিল্প।  
কমলালেবুর শহরভোঁসলেদের প্রাক্তন রাজধানী 
নাগপুর বিশ্ববিদ্যালয়জামথা স্টেডিয়াম
পাটনা ( ১২ তম বৃহত্তম মহানগর)
গঙ্গা নদীর ডান তীর 
বিহার
বিহারের রাজধানী 
বৈদ্যুতিক বাতি, চিনি, বস্ত্র,রাসায়নিক  
প্রাচিন মগধ রাজ্যের রাজধানী-পাটলিপুত্র  
ফুলবাড়ি শরিফ মসজিদ,মইদুল হক স্টেডিয়াম।

ইন্দোর ( ১৫ তম বৃহত্তম মহানগর)
খান সরস্বতী নদীর সঙ্গমে
মধ্যপ্রদেশ 

কৃষি-যন্ত্রপাতি নির্মান, কার্পাস বয়ন, কাগজ, ইঞ্জিনীয়ারিং,কার্পেট, রেশম,চামড়া,দূধজাত দ্রব্য।   

মহারানী ঊষা রাজে সিন্ধিয়া স্টেডিয়াম, কাঁচ মন্দির, রাজওয়ারা মারাঠা টেম্পল।
ভদোদরা ( ১৬ তম বৃহত্তম মহানগর)
খাম্বাত উপসাগরের তীরে  
গুজরাট

   কার্পাস পশম বয়ন, রাসায়নিক, ওষুধ,সাবান,কাচ,ইলেকট্রনিক্স,পেট্রোরাসায়নিক  

মহারাজা ফতেসিং মিউজিয়াম, স্বামী নারায়ন মন্দির, লক্ষ্মী বিলাস প্যালেস।
ভূপাল ( ১৭ তম বৃহত্তম মহানগর)
বেতোয়া নদীর তীরে 
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের রাজধানী
ইঞ্জিনীয়ারিং,ময়দা, কাগজ,রাসায়নিক, ফাউন্ড্রি, কাঠ চেরাই। 

রাজপ্রাসাদ, জুম্মা মসজিদ,মোতি মসজিদ।
কোয়েম্বাটুর (১৮তম বৃহত্তম মহানগর)  
নােয়িল নদীর তীরে 
তামিলনাড়ু 

কাপড় কল, বয়ন শিল্পের যন্ত্রপাতি, সিমেন্ট, বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ,রেয়নমন্ড


লুধিয়ানা( ১৯তম বৃহত্তম মহানগর )  
শতদ্রু নদীর তীরে
পাঞ্জাব 

হােসিয়ারী, কার্পাস, জিনিং, চিনি, কার্পাস বয়ন, পশম রেশম,হালকা যন্ত্রপাতি নির্মাণ। 

 কৃষি বিদ্যালয়

কোচি ( ২০তম বৃহত্তম মহানগর )  
মালাবার উপকূল    
কেরল,

   জাহাজ নির্মাণ , তেল শোধানাগার, নারকেল শাস ছোবড়ার শিল্প, মাছ আহরণ কেন্দ্র         
আরব সাগরের রানী   
মাছ গবেষণাগার

  বিশাখাপত্তনম (২১তম বৃহত্তমমহানগর) 
করমন্ডল উপকূল
অন্ধ্ৰপ্ৰদেশ 

জাহাজনির্মাণ,সার, খনিজ তেল শোধনলোহা ইস্পাত, রাসায়নিক,ইঞ্জিনিয়ারিং  

সীমাচলম নৃসিংহ মন্দির, সমুদ্র সৈকত, অন্ধ্ৰ বিশ্ববিদ্যালয় প্রভৃতি।
আগ্রা (২২তম বৃহত্তম  মহানগর)  
যমুনা নদীর তীরে
উত্তরপ্রদেশ 

পশম, চিনি, চামড়াজাত দ্রব্য, রেয়ন      
   স্থাপত্য, প্রাচীন রাজধানী  
তাজমহল, ফোর্টফতেপুর সিক্রী




>>>> ডাউনলোড করুন FULL LIST টি ।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top